ঘরে বসে অনলাইনে জমির খাজনা পরিশোধ || Land tax payment online in Bangladesh

 মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও কার্ড দিয়ে জমির খাজনা পরিশোধ করুন। 

বাংলাদেশের প্রেক্ষাপটে জমির খাজনা পরিশোধ করা একটা জটিল প্রসেস ছিল। ভূমি অফিসের কিছু অসাধু লোক বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করতো। তবে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। 


যা যা লাগবে:

১. খতিয়ান 
২. হোল্ডিং নম্বর 
৩. মোবাইল নম্বর 
৪. জাতীয় পরিচয়পত্র 
৫. ব্যাংক একাউন্ট / বিকাশ / রকেট / নগদ ইত্যাদি যেকোনো একটি একাউন্ট অথবা কার্ড । 

নির্দেশনা ভিডিওটি দেখুন:



ধাপ সমূহ:

১. প্রথমত নাগরিক কর্নার এ গিয়ে একাউন্ট খুলতে হবে। 
২. লগইন করে খতিয়ান ও হোল্ডিং নম্বর সংযোক করুন। 
৩. আপনার নামে নামজারী করা থাকলে আপনার ভূমি অফিসে গিয়ে হোল্ডিং নম্বর খুলুন। ভূমি অফিসের তোশিলদার আপনার কাগজ পত্র দেখে হোল্ডিং নম্বর খুলে দিবেন। 
৪. হোল্ডিং নম্বরটি অনুমোদন দিলে আপনি নাগরিক কর্নার থেকে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। 
৫. নাগরিক কর্নারে লগইন করে আপনার হোল্ডিং নম্বরের উপর ক্লিক করুন। এরপর আপনার খাজনার যাবতীয় তর্থ্য দেখাবে। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করুন। 
৬. আপনার পেমেন্ট মেথড (ব্যাংক একাউন্ট / বিকাশ / রকেট / নগদ ইত্যাদি যেকোনো একটি একাউন্ট অথবা কার্ড) সিলেক্ট করুন। 
৭. আপনার মোবাইলে ওটিপি আসবে, সঠিক ভাবে ওটিপি নিশ্চিত হলে আপনার পেমেন্ট সম্পর্ণ হবে। 
৮. পেমেন্ট হয়ে গেলে নাগরিক কর্নার থেকে দাখিলা অপশনে যেয়ে সাথে সাথে আপনার খাজনার রিসিট ডাউনলোড করতে পারবেন। 

বুজতে অসুবিধা ও যেকোনো পরামর্শের জন্য আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবো। আমরা কোনো এজেন্ট না, আপনাদের সামান্য সহযোগিতা করতে পারলেই আমরা খুশি। 


Previous Post
No Comment
Add Comment
comment url