Quantity Surveying

 কোয়ান্টিটি সার্ভেয়িং কি? 

সরাসরি বাংলা অনুবাদ করলে বুঝা যায় যে, পরিমাপ জরিপ করা। বিষয়টা আসলেই তাই কোন কিছুর পরিমাপ করাই অথবা করার পদ্ধতি কোয়ান্টিটি সার্ভেয়িং বলে। কোয়ান্টিটি সার্ভেয়িং বর্তমানে একটা জনপ্রিয় এবং অতি চাহিদা সম্পন্ন একটি পদের নাম বুঝায়, যা বর্তমানে অনেক চাহিদা রয়েছে।  এই চাহিদার কারণ হলো বর্তমানে অনেক ডেভলপমেন্ট প্রজেক্ট হচ্ছে আর প্রতিটি ডেভলপমেন্ট প্রজেক্ট এ সার্ভেয়ার লাগবেই। আর কোয়ান্টিটি সার্ভেয়িং নিয়ে যে কাজ করে তাকেই কোয়ান্টিটি সার্ভেয়ার বলে। একজন কোয়ান্টিটি সার্ভেয়ার কোন কোন সেক্শনে  কাজ করতে পারে, তা নিচে দেয়া হলো:

১. কন্টাক্ট ম্যানেজমেন্ট 

২. প্ল্যানিং ডিপার্টমেন্ট 

৩. টেন্ডার সেকশন 

৪. বিলিং সেকশন (সাব-কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট)

৫. বাজেট প্রিপারেশন এন্ড মনিটরিং 

৬. কনসালটেন্ট ইত্যাদি 

Quantity Surveyor

একজন কোয়ান্টিটি সার্ভেয়ার হতে গেলে কি কি আবশ্যক:

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলে ভালো। যে যে বিষয় গুলো অবশ্যই জানতে হবে তা নিচে দেওয়া হলো:

১. ড্রয়িং ভালো করে বুজতে পারা। 

২. এক্সেলের কাজ ভালো করে জানা। 

৩. এম এস ওয়ার্ড এর কাজ জানা। 

৪. অটো ক্যাড সফটওয়্যার এ কাজ করতে পারা। 

৫. ভালো ইংরেজি জানা ও বলা। 

৬. ফিডিক-ল জানা (এডভান্স লেভেলে কাজ করলে).

৭. লেবার-ল জানা। 

৮. মানুষের সাথে সহজে মিশতে পারা। 

৯. কোয়ান্টিটি সার্ভেয়িং রিলেটেড ট্রেনিং নেয়া ইত্যাদি। 

আমরা ধাপে ধাপে আপনাদের জন্য কিছু বাস্তব কাজের সাথে পরিচয় করে দিবো এবং কিভাবে কাজটি করতে হয় যা জানাবো। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে চান, লিখে আমাদের ইমেইল করতে পারেন। ইমেইল: support@basicschoolonline.com || basic school online

 রিলেটেড পোস্ট সমূহ :

If you have any questions 🙋 regarding quantity surveying, construction estimating, rate analysis, budget preparation, contract management, construction management, subcontractor management, IPC, etc. please feel free to ask. we are here to support you. 

-Thank You-

LinkedIn QS Form,  Basic School Online






No Comment
Add Comment
comment url