কিভাবে জমির নামজারী করবেন?
কিভাবে জমির নামজারী / খারিজ করবেন?
জমির নামজারী করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামজারী না করলে খাজনা দেয়া সম্ভব না, এখন আর হাতে হাতে জমির কর (খাজনা) দেয়া সম্ভব না। আর দুই বছর খাজনা না দিলে জমি খাস ঘোষণা হবে। নামজারী করার জন্য নিম্নের ডকুমেন্টস সমূহ লাগবে।
১. ভোটার আইডি কার্ড (দাতা ও গ্রহিতা)
২. দলিল
৩. সর্বশেষ খতিয়ান
৪. পূর্বের খাজনার কাগজ (দাখিলা)
৫. মালিকানার পরিবর্তনের ধারাবাহিক দলিল / খতিয়ান
৬. ওয়ারিশ সনদ (যদি সরাসরি খতিয়ান হতে নামজারী করতে হয়) ইত্যাদি
অনলাইন আবেদনের ২৮ দিনের মধ্যেই বেশিরভাগ নামজারী হয়ে যায়। কাগজপত্র ঠিক থাকলে, আপনারা নিজেই আবেদন করতে পারবেন। কোনো হেল্প লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো।
Visit the main website: www. mutation. land. gov. bd